Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৯ সেপ্টেম্বর ২০২৩

সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্লান (এসআইপি)

সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্লান (এসআইপি)

 

আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিঃ (আইএএমসিএল) প্রতিষ্ঠালগ্ন থেকে আইসিবি’র সহযোগী প্রতিষ্ঠান হিসেবে দেশের সঞ্চয় ও বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে স্বনির্ভর অর্থনীতি গড়ে তোলার লক্ষ্যে মিউচ্যুয়াল ফান্ড শিল্পের উন্নয়ন এবং স্থিতিশীল পুঁজিবাজার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। জনসাধারণের ক্ষুদ্র সঞ্চয় দেশের অর্থনৈতিক কর্মকান্ডে সম্পৃক্তকরনের লক্ষ্যে কোম্পানি এর ব্যবস্থাধীনে পরিচালিত ১৫টি বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডে (সিডিএসভূক্ত ১০টি ও নন-সিডিএসভূক্ত ৫টি) বিনিয়োগ বৃদ্ধির নিমিত্ত অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ কর্তৃক শ্রেষ্ঠ উদ্ভাবনী ধারনা হিসেবে নির্বাচিত সম্মানিত গ্রাহকের ব্যাংক হিসাব অটো ডেবিট প্রক্রিয়ায় Systematic Investment Plan (SIP) বিনিয়োগ সুবিধা ইতিমধ্যে চালু করা হয়েছে যা নিম্নোক্তভাবে সম্পাদিত হবেঃ

  • কোম্পানির ব্যবস্থাধীনে পরিচালিত বে-মেয়াদি মিউচ্যুয়াল ফান্ডসমূহের সার্টিফিকেট ক্রয় করতে ইচ্ছুক গ্রাহকগণ মাসিক ভিত্তিতে ন্যূনতম ১,০০০ টাকা অথবা ১,০০০ টাকার গুনিতক এবং ত্রৈমাসিক ভিত্তিতে ন্যূনতম ৫,০০০ টাকা অথবা ৫,০০০ টাকার গুনিতক যে কোন পরিমান অর্থ ০৩ (তিন) বছর বা তদূর্ধ্ব মেয়াদে এসআইপি বিনিয়োগ সুবিধা গ্রহণ করতে পারবেন। এক্ষেত্রে প্রতি মাসের ১০ তারিখে সম্মানিত গ্রাহকের ব্যাংক হিসাব হতে সংশ্লিস্ট ফান্ডের ব্যাংকের মাধ্যমে স্বয়ংক্রিয় ডেবিট পদ্ধতিতে অর্থ সংগ্রহ করা হবে। উল্লেখ্য যে, মাসের ১০ তারিখ বৃহস্পতিবার অথবা সাপ্তাহিক ছুটি বা সরকারী ছুটির দিন হলে, পরবর্তী লেনদেনের তারিখে এসআইপি’র অর্থ সংগ্রহ করা হবে এবং উক্ত তারিখের/দিনের ইউনিটের মূল্য অনুযায়ী ইউনিট ইস্যু করা হবে। । এক্ষেত্রে ভগ্নাংশঘটিত (Fractional) অর্থ গ্রাহকের পরবর্তী কিস্তির সাথে সমন্বয় করা হবে। বুক ক্লোজারের সময়ে লেনদেন বন্ধ থাকে বিধায় এসআইপি’র জন্য অর্থ সংগ্রহ বন্ধ থাকবে;
  • আগ্রহী গ্রাহককে ‘আবেদনপত্র’ ও ‘ইএফটি স্বয়ংক্রিয় ডেবিট ফরম’ পূরনপূর্বক কোম্পানিতে জমা প্রদান করতে হবে। এক্ষেত্রে গ্রাহককে বিনিয়োগ মেয়াদকালে মাত্র একবার কোম্পানির অফিসে আসার প্রয়োজন হবে। আবেদনপত্রের তথ্যাদি সফটওয়্যারে ইনপুট দিয়ে গ্রাহককে তাৎক্ষণিক একটি স্বীকৃতি রসিদ (Acknowledgement Receipt) প্রদান করা হবে;
  • আবেদনকৃত গ্রাহকদের স্ব-স্ব ব্যাংক হিসাবে নির্ধারিত পরিমান অর্থ নিশ্চিত করার জন্য অর্থ সংগ্রহের পূর্বে কোম্পানি কর্তৃক ক্ষুদে বার্তা (SMS) প্রেরণ করা হবে;
  • সম্মানিত গ্রাহকগনের স্বয়ংক্রিয় ডেবিট প্রক্রিয়ায় অর্থ সংগ্রহের পর পরবর্তী ০৭ (সাত) কার্যদিবসের মধ্যে সংশ্লিষ্ট গ্রাহকগনের অনুকূলে একক স্ক্রিপ্ট (Single Script) সার্টিফিকেট ইস্যু করা হবে। উল্লেখ্য যে, সিডিএসভূক্ত ফান্ডের ক্ষেত্রে ইউনিটসমূহ গ্রাহকদের বিও অ্যাকাউন্টে প্রেরণ করা হবে; এবং
  • গ্রাহকগন সিআইপি, লিয়েন ও আয়কর রেয়াতসহ বিদ্যমান সকল সুবিধাদি প্রাপ্য হবেন।
  • যোগাযোগঃ +88-02-8300407 ।